সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রয়োজন ছাড়া সংলাপে গালাগালি সমর্থন করেন না পঙ্কজ ত্রিপাঠী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

অনেক ক্ষেত্রের মত করোনা মহামারীর কারণে আমূল অচলাবস্থার শিকার হয়েছে বিনোদন শিল্প তবে বিনোদনের একটি মাধ্যম ব্যাপকভাবে প্রাণ পেয়েছে এই সময়টাতে। আর সেটি হল ডিজিটাল প্ল্যাটফর্ম বা ওটিটি (ওভার দ্য টপ)। বিশেষ করে সারা বিশ্বে ডিজিটাল বা স্ট্রিমিং মাধ্যম পর্দার বিকল্প হিসেবে ব্যাপকভাবে প্রতিষ্ঠা পেয়েছে। অনেকের মতে এই মাধ্যমে কাজ করার আর মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। বলাই এই স্বাধীনতার অপব্যবহার হচ্ছে সংলাপে। প্রয়োজনে অপ্রয়োজনে গালাগালি, অশালীন ইঙ্গিত, অশালীন দৃশ্য উপস্থাপন করার অভিযোগ পাওয়া যাচ্ছে যখন তখন। সুঅভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বিরুদ্ধেও তার ওয়েব সিরিজগুলোতে অশ্লীল গালাগালি আর ইঙ্গিতের অভিযোগ রয়েছে। অভিনেতা অবশ্য জানিয়েছেন শুধু প্রয়োজন পড়লেই তিনি এমন ভাষায় কথা উচ্চারণের পক্ষপাতী, নচেৎ নন। পঙ্কজ ত্রিপাঠীকে ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের কালিন ভাইয়া চরিত্রের হয়ে অশালীন সংলাপ আওড়াতে হয়েছে, তবে অনেকেই বলবে তার যৌক্তিক ভিত্তি আছে। তিনি জানিয়েছেন এমন দৃশ্য এলে তিনি সবসময় চেষ্টা করেছেন এমন ভাষা এড়িয়ে যেতে। তিনি জানিয়েছেন আপত্তিকর শব্দ উচ্চারিত হলেও তার দায় দায়িত্ব নির্মাতা, চিত্রনাট্যকার এবং অভিনেতারও। তিনি জানান এসব কথা নিয়ে যারা মিম তৈরি করেছে তাদেরও দায়িত্বশীল হওয়া দরকার। পঙ্কজ ত্রিপাঠীকে আগামীতে ডিজনি প্লাস হটস্টারে ‘ক্রিমিনাল জাস্টিস’ দ্বিতীয় মৌসুমে দেখা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন