শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:৫২ পিএম

১৯ দিন করোনার সঙ্গে লড়ে অবশেষে মারা গেলেন চট্টগ্রাম নগর পুলিশ সদস্য মো. জহিরুল ইসলাম (৪৪)। শুক্রবার সকাল ছয়টায় তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি।

সিএমপি কর্মকর্তারা জানান, সরকারি দায়িত্ব পালনকালে তিনি গত ৬ ডিসেম্বর করোনাভাইরাসে সংক্রমিত হন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে দক্ষতা ও সুনামের সাথে চাকরি করেছেন তিনি। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সাহাপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন