বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আমেরিকার ন্যাশভিলে বড়দিনের সকালে ভয়াবহ বিস্ফোরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২০, ৮:৪৫ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাসভিল শহরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে বড়দিনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। সে সময় ওই এলাকায় কাল ধোঁয়া দেখা গেছে। পুলিশ ঐ ঘটনাকে 'উদ্দেশ্যমূলক তৎপরতা' বলে উল্লেখ করেছেন।
শহরটির মেট্রো ন্যাসভিল অফিসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রুরা ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছে।
ন্যাসভিল পুলিশ বিভাগের মুখপাত্র ডন অ্যারন এক সংবাদ সম্মেলনে এই বিস্ফোরণকে ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন। বর্তমানে ওই এলাকা তদন্তের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
ন্যাসভিল ফায়ার সার্ভিসের মুখপাত্র জানান, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয়।
প্রত্যক্ষদর্শী বাক ম্যাকয় নামে এক ব্যক্তি জানান, বিস্ফোরণটি আমার বাড়ির সামনে হয়েছে। এতে আমার বাড়ির জানালা উড়ে গেছে। বিস্ফোরণে গাছ ভেঙে পড়েছে এবং সবখানে জানালা ভেঙে গেছে।
এই ঘটনায় দেশটির বিভিন্ন গোয়ান্দা বিভাগ তদন্তে নেমেছে।
ন্যাশভিল পুলিশ বিভাগের মুখপাত্র ডন অ্যারন জানিয়েছেন, পুলিশ বিভাগ এবং কেন্দ্রীয় তদন্ত বিভাগ এফবিআই ও এটিএফ একযোগে ব্যাপক তদন্ত শুরু করেছে। সূত্র : সিএনএন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন