বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়া খ্রিষ্টীয় উপাসনালয়ে বড়দিন পালন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ৬:৪০ পিএম

বগুড়া খ্রিষ্টীয় উপাসনালয়ে বুধবার খ্রীষ্টিয়ান ধর্মাবলম্বীরা যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভির্যভাবে বড়দিন পালন করে। এ উপলক্ষে প্রভূ যিশু খ্রিষ্টের জন্ম, ধর্মীয় গান পরিবেশন ও যিশুর গুণকীর্তন সহ তাঁর জীবনী সম্পর্কে আলোকপাত করা হয়। বগুড়া খ্রিষ্টীয় মন্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডি শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন বামমা বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব শেখ। তিনি বলেন, বড়দিন খ্রীষ্টান সম্প্রদায়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। বড়দিন হলো যিশু খ্রিষ্টের জন্মদিন। এ উৎসব গোটা বিশ্বব্যাপী খ্রীষ্টান ধর্মাবলম্বীরা একযোগে যথাযথ মর্যাদায় ও ভাবমাম্ভির্যভাবে পালন করে থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িকতার বন্ধনে আবদ্ধ হয়ে ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের প্রত্যেককে নির্দেশ দিয়েছেন। তাঁরই ধারাবাহিকতায় প্রতিবেশী হিসেবে স্ব-প্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করতে পেরে নিজেকে ধণ্য মনে করছি। বড়দিনের তাৎপর্য আলোকপাত করেন, বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর পালক মিঃ গিলবার্ট মৃধা ও সমাপনী প্রার্থনা করেন সাবেক পালক প্রধান মিঃ সৌরভ বিশ্বাস। মন্ডলীর সম্পাদক মাইকেল আশের বেসরার সার্বিক তত্বাবধানে বড়দিন পালনে আবালবৃদ্ধবনিতা একসাথে সূরে সূর তালে তাল মিলিয়ে প্রভূ যিশু খ্রীষ্টের গুণকীর্তন করে যা বড়দিনকে উৎসবমুখর ও সার্থক করে তোলে। সমাপনী প্রার্থনা ও গুণকীর্তন শেষে প্রতিবেশী আলহাজ্ব শেখ এর দেয়া উপহার ও মিষ্টি বিতরন করা হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন