শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ কথাসাহিত্যিক রাবেয়া খাতুন-এর জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

আজ কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন। তিনি ৮৫ বছরে পা দিচ্ছেন। কথাসাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত হলেও রাবেয়া খাতুন এক সময় শিক্ষকতা করেছেন। সাংবাদিকতার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। ইত্তেফাক, সিনেমা পত্রিকা ছাড়াও তাঁর নিজস্ব সম্পাদনায় পঞ্চাশ দশকে বের হতো ‘অঙ্গনা’ নামে মহিলা মাসিক পত্রিকা। তার প্রকাশিত পুস্তকের সংখ্যা একশ’রও বেশী। এর মধ্যে রয়েছে উপন্যাস, গবেষণাধর্মী রচনা, ছোটগল্প, ধর্মীয় কাহিনী, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা ইত্যাদি। রেডিও, টিভিতে তার রচিত অসংখ্য নাটক প্রচারিত হয়েছে। তার গল্পে চলচ্চিত্র নির্মিত হয়েছে কয়েকটি। রাবেয়া খাতুন উপন্যাস লিখেছেন পঞ্চাশটিরও বেশি, এযাবৎ চার খন্ডে সংকলিত ছোটগল্প চারশোরও বেশি। ছোটদের জন্য লেখা গল্প-উপন্যাসও কম নয়। রাবেয়া খাতুন বাংলাদেশের ভ্রমণসাহিত্যের অন্যতম লেখক। ছোটগল্প দিয়ে লেখালেখি শুরু হলেও মূলত তিনি ঔপন্যাসিক। তার প্রথম উপন্যাস মধুমতী (১৯৬৩) প্রকাশের পর শক্তিমান কথাসাহিত্যিক হিসাবে পরিচিতি পান। বেশ কিছু আত্মজৈবনিক স্মৃতিমূলক রচনাও তিনি লিখেছেন। একাত্তরের নয় মাস (১৯৯০) বইয়ে লিখেছেন একাত্তরের শ্বাসরূদ্ধকর দিনগুলোর কথা। লেখালেখির জন্য তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি লেখালেখির কাজে নিবেদিত। তাঁর জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন