বিনোদন ডেস্ক : বিয়ে নিয়ে নানা বিতর্কে জড়িয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহির চলচ্চিত্র ক্যারিয়ার এখন শেষের পথে। বিয়ের পর পুরোদমে চলচ্চিত্রে কাজ শুরু করবেন বললেও, তার এ ইচ্ছায় নির্মাতারা সাড়া দিচ্ছেন না। বরং বিয়ের আগে যে কয়টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেগুলো থেকেও তার বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত সপ্তাহে বেশ ফলাও করে প্রচার হয় বদিউল আলম খোকনের নতুন সিনেমা ‘আমার প্রতিজ্ঞা’য় শাকিবের সাথে জুটি হবেন মাহি। তবে সপ্তাহ না ঘুরতেই সিনেমাটি থেকে বাদ পড়ছেন বলে জানা যায়। শাকিবই নাকি নায়িকা হিসেবে মাহিকে চাচ্ছেন না। জানা যায়, পরিচালককে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মাহি থাকলে তিনি এ সিনেমায় অভিনয় করবেন না। নির্মাতাকে নতুন নায়িকা নেয়ার পরামর্শ নাকি দিয়েছেন শাকিব। যেখানে শাকিব একথা বলেন, সেখানে নির্মাতার সাধ্য কি মাহিকে নেয়া। ফলে বিয়ের পর মাহির একটি বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল। এদিকে মাহিকে নিয়ে নির্মাতাদের আগ্রহ নেই বললেই চলে। এর পেছনে বেশ কয়েকটি কারণ তারা বিবেচনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা বলেন, প্রথমত মাহি বিয়ে করে ফেলেছেন। আমাদের দেশে সাধারণত বিবাহিত কোনো নায়িকাকে দর্শক গ্রহণ করে না। তাই নির্মাতারা এ নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। দ্বিতীয়ত, প্রশাসনে উচ্চপর্যায়ের কিছু লোকের সঙ্গে মাহির সুস¤পর্ক রয়েছে। এদের মাধ্যমে তিনি প্রভাব খাটানোর চেষ্টা করেন। যেটা সিনেমার লোকেরা স্বাভাবিকভাবে নিতে পারেননি। গাঁটের পয়সা খরচ করে কেউ শূটিং ইউনিটে অশান্তি সৃষ্টি হোক তা চান না। তাছাড়া আগের মতো তার ইমেজও নেই। ব্যক্তিগত অনেক বিতর্কিত কর্মকাÐের জন্য দর্শক চাহিদাও অনেক কমে গেছে। এসব কারণ বিবেচনায় মাহির প্রতি নির্মাতাদের আর আগের মতো আগ্রহ নেই। এদিকে জানা যায়, মাহি ও টিভি অভিনেতা সজলকে জুটি বেঁধে হারজিৎ নামে একটি সিনেমার শূটিং শুরু হওয়ার কথা ছিল। সিনেমাটির শূটিং পিছিয়ে দেয়া হয়েছে। সূত্র জানায়, সিনেমাটির শূটিংয়ের পূর্ণ প্রস্তুতি প্রযোজক ও পরিচালকের নেই, এই অজুহাতে পিছিয়ে দেয়া হয়েছে। তবে এই অজুহাত দাঁড় করানো হয়েছে মাহিকে না নেয়া নিয়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন