বিনোদন ডেস্ক : নাট্যদল বটতলা আগামী ২৭ আগস্ট ৯ বছরে পা দেবে। গত আট বছরে বটতলা নিরন্তর পথ চলেছে। নিয়মিত মঞ্চ নাটক প্রদর্শনীর পাশাপাশি সংক্ষিপ্ত নাট্য আঙ্গিকের মাধ্যমে তুলে ধরেছে মানবিকতার জয়গান। বিভিন্ন জাতীয় ইস্যুতে যুক্ত থেকেছে সতীর্থ নাট্য যোদ্ধাদের সাথে, কখনো একা। সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে বটতলা তার অবস্থান নাটকের মাধ্যমে জানান দিয়েছে। আগামী ২৬ আগস্ট বটতলা ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে মঞ্চস্থ করবে নাটক ‘খনা’র ৫৯তম প্রদর্শনী। এই প্রথমবারের মতো মহিলা সমিতি মঞ্চে হতে যাচ্ছে খনার প্রদর্শনী। খনা নাটকটি ইতোমধ্যেই দেশ এবং দেশের বাইরের বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয়েছে এবং এর নাট্য আঙ্গিক ও পাÐুলিপির যুথবদ্ধতা আলোচনায় এসেছে বার বার। এছাড়াও বটতলার অকাল প্রয়াত সাথী নাসিরুদ্দিন নাদিমের স্মৃতি জাগরুখ রাখতে ২য় বারের মতো বটতলা’র একজন শ্রেষ্ঠ নাট্যকর্মীকে পুরস্কৃত করার আয়োজন রয়েছে নাটক শুরুর আগে। নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন