এখন তো সবারই জানা ক্যাথরিন শোয়ার্জেনেগার ক্রিস প্র্যাটের সঙ্গে ঘর করছেন, কিন্তু তার বাবা আর্নল্ড শোয়ার্জেনেগার ভাবতেই পারেননি তার মেয়ে একজন অভিনেতাকে বিয়ে করবে। এক সাক্ষাতকারে শোয়ার্জেনেগার তার সন্তানদের স্টুডিওর সেটে বড় করে তোলার বিষয়ে আলাপ করেছেন। “আমি ভাবতেই পারিনি আমার মেয়ে একজন অভিনেতাকে বিয়ে করবে,” শোয়ার্জেনেগার বলেন। “আমি নিজেকে বলতাম, তাদের সেটে টেনে আনব এমন পরিস্থিতির কারণে, আর তারা আমাকে দালান ভাঙতে আর মানুষকে হত্যা করতে দেখে দেখে অসুস্থ হয়ে পড়বে। আমার সন্তানরা অবশ্য তা উপভোগই করত, তবে ক্যাথরিন প্রথম কয়েকটি চলচ্চিত্রের শুটিংয়ের সময় লাগাতার কাঁদত,” অভিনেতা বলেন। শোয়ার্জেনেগারের অন্য সন্তানরা- কন্যা ক্রিস্টিনা (২৯), ছেলে প্যাট্রিক (২৭), ক্রিস্টোফার (২৩) এবং জোসেফ বায়েনা (২৩)। জামাতা ক্রিস প্র্যাটকে তিনি ‘অসাধারণ মানুষ’ উল্লেখ করে বলেছেন, “সে খুব মিশুক। আমি এজন্য সুখী যে সে চমৎকার, আমার কন্যার অতুলনীয় স্বামী, আর অসাধারণ এক জামাতা।” ক্যাথরিন আর প্র্যাটের বিয়ে হয়েছে ২০১৯ সালে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন