শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নাটকে নতুনত্ব খুব কম- নাদিয়া আহমেদ

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:১০ এএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ ধারাবাহিক নাটকের অভিনয় নিয়ে বেশি ব্যস্ত। একসঙ্গে প্রায় ১০ টির মতো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, সকাল আহমেদের ভদ্রপাড়া, কায়সার আহমেদের বকুলপুর, বিপ্লব হায়দারের সুখ পাখি, মশিউর রহমানের সরলরেখা, সোহাগ কাজীর বউ বিরোধ ও এস এম শাহীনের একটি গ্রাম একটি শহর। তবে এতো নাটকে কাজ করলেও নাদিয়ার মধ্যে আক্ষেপ রয়েছে। তিনি বলেন, আমি ধারাবাহিক নাটকের বাইরে একক নাটকেও নিয়মিত কাজ করছি। দুটোতেই তাই আমার অভিজ্ঞতা আছে। এই সময়ে একক নাটকে বেশির ভাগ প্রেম-ভালোবাসার বাইরে কিছু হচ্ছে না। আবার টিভি ধারাবাহিকগুলো প্রায় সবগুলো একই প্যাটার্নে নির্মিত হচ্ছে। গ্রামীণ পটভ‚মির গল্প থেকে বের হওয়া যাচ্ছে না। নাটকে নতুনত্ব খুব কম। তবে আমি ভীষণভাবে মিস করি পারিবারিক গল্পের নাটক। এদিকে নাদিয়া সম্প্রতি ঘোলা শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটি তার প্রথম কাজ। ভালো গল্প ও চরিত্র পেলে ওয়েব সিরিজে আরো কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। একইসঙ্গে চলচ্চিত্রে কাজের জন্যও প্রস্তুত তিনি। তিনি বলেন, এখন অনেক গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। যদি এমন কোনো গল্প পাই তাহলে চলচ্চিত্রে অভিনয় করব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন