নতুন বছরে নতুন গান ও পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী বাদশা বুলবুল। নতুন বছরে তার বেশ কিছু নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। গানগুলোর ভিডিও নির্মাণ করছেন তিনি। এছাড়া অনলাইনে নতুন শিল্পীদের গান শেখানোর পরিকল্পনা নিয়েছেন। বুলবুল বলেন, যারা প্রকৃতই মনে প্রাণে গান ভালোবাসে, গানের প্রতি যাদের একাগ্রতা আছে তাদের আমি গান শিখাবো। মাসে অন্তত দুই দিন অনলাইনে আমি তাদের সঙ্গে গান নিয়ে বসবো। তবে যারা শখের বসে গান করতে চায় তাদের সময় দিবো না। তিনি বলেন, এ বছর করোনায় সব কিছুতে ধস নেমেছে। আমাদের সঙ্গীতাঙ্গনও বাদ পড়েনি। তবে এ বছর অশিল্পীদের প্রভাব বেড়েছে। বছরের শেষ সময়েও এই শিল্পীদের বিস্তার ঘটছে। তাদের কারণে প্রকৃতশিল্পীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। তিনি বলেন, আমাদের সারাজীবনের সাধান গান নিয়ে। এখনো গান নিয়েই পড়ে আছি। অথচ আজকাল এমন অনেক শিল্পীকে দেখা যায়, যারা ভালোভাবে সুরে গাইতে পারে না। তাদের নিয়ে ঠিকই মাতামাতি হচ্ছে। প্রকৃতশিল্পীদের অবমূল্যায়ন করা হচ্ছে। নতুন প্রজন্মের অনেক শিল্পী গান পুরনো জনপ্রিয় গান কাভার করছে বা গাইছে। প্রয়াত শিল্পীদের গান প্রকাশ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, গান কাভার করা দোষের কিছু নয়। কিন্তু একজন শিল্পীর গান বিকৃতিভাবে উপস্থাপন করা অপরাধের মধ্যে পড়ে বলে মনে করি। কেউ যদি নতুন কিছু দিতে চায়, তবে সে নিজের গানের মধ্য দিয়ে দিতে পারে। শ্রোতাদের মনে গেঁথে থাকা একটি গানকে নতুনভাবে উপস্থাপনের কিছু নেই। আজকাল অনেক শিল্পী কাভার করার নামে অনেক জনপ্রিয় গান অন্যভাবে গাইছে। এটা ঠিক হচ্ছে না। উল্লেখ্য, বাদশা বুলবুল তার ইউটিউবি চ্যানেলে নিজের গাওয়া জনপ্রিয় গানগুলোকে নতুনভাবে প্রকাশ করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন