বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাজীপুরে অপহৃত গার্মেন্টস শ্রমিককে উদ্ধার, দুই যুবক গ্রেফতার

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ৫:৩২ পিএম

গাজীপুরে এক গার্মেন্টস শ্রমিককে অপহরণের অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। সোমাবর বিকালে গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, মহানগরীর সদর মেট্রো থানার পোড়াবাড়ী এলাকার আব্দুল হালিমের ছেলে মামুন হোসেন (৩০) এবং একই থানার সালানা মোল্লাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে হিরা ইসলাম (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার ছুরি, চাপাতি এবং দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৮ ডিসেম্বর রাতে সদর মেট্রো থানার ভাওরাইদ এলাকা থেকে গার্মেন্টস শ্রমিক সিরাজুল ইসলাম (২৭) অপহৃত হয়। পরে অপহরণকারীরা ভিকটিমকে অস্ত্রের ভয় দেখিয়ে পার্শ্ববর্তী অজ্ঞাত বাগানের ভেতর নিয়ে গাছের সাথে বেঁেধ প্রচন্ড মারধর করে। এ সময় ভিকটিমের সাথে থাকা ১৫হাজার টাকা, মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে অপহরণকারীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে ভিকটিমের পরিবারের কাছে অপহরণের বিষয়টি জানায় এবং মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করে। অন্যথায় ভিকটিমকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়।
অপহৃতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে সদর মোট্রো থানার পোড়াবাড়ী মাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার এবং অপহৃত সিরাজুল ইসলামকে উদ্ধার করা হয়। এ বিষয়ে ভিকটিম ভিকটিম সিরাজুল ইসলাম বাদি হয়ে সদর মেট্রো থানায় মামলা দায়ের করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন