শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ওয়ার ডগ্স

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

টড ফিলিপ্স পরিচালিত কমেডি ড্রামা ‘ওয়ার ডগ্স’। ‘বিটারসুইট মোটেল’ (২০০১), ‘ওল্ড স্কুল’ (২০০৩), ‘স্টার্স্কি অ্যান্ড হাচ’ (২০০৪), ‘স্কুল অফ স্কাউন্ড্রেলস’ (২০০৬), ‘দ্য হ্যাঙওভার’ (২০০৯), ‘ডিউ ডেট’ (২০১০),‘দ্য হ্যাঙওভার টু’ (২০১১) এবং ‘দ্য হ্যাঙওভার থ্রি’ (২০১৩) ফিলিপস পরিচালিত চলচ্চিত্র। ‘ওয়ার ডগস’ কয়েকটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে।
ডেভিড পাকুয (মাইল্স টেলার) আর এফ্রেইম ডিভারোলি (জোনা হিল) বিশোত্তর দুই তরুণ। ডেভিড ম্যাসাজ থেরাপিস্ট হিসেবে কর্মরত ছিল। একদিন পুরনো বন্ধু এফ্রেইমের সঙ্গে তার দেখা হয়। থেরাপিস্টের কাজে বিরক্ত আর নিরাশ ডেভিড তখন অবশ্য বৃদ্ধ নিবাসে লিনেন সরবরাহের কাজ করছিল। এই কাজে সে কয়েক হাজার ডলার লোকসান দেবার পর আবার হতাশায় ডুবতে বসে। এফ্রেইম তাকে তার প্রতিষ্ঠানে যোগ দিতে বলে। এফ্রেইম জানায় তার প্রতিষ্ঠানের কাজ হল মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে অস্ত্র সরবরাহি করা। একটি মাঝারি কাজ পেয়েও যায় তারা। তাদের ধারণা ছিল সহজেই তারা কাজটি করতে পারবে। কিন্তু কাজে নেমে দেখা গেল তা অনেক জটিল। সৌভাগ্যক্রমে তারা কাজটি সফলভাবে শেষ করে। কিছু আয়ও হয়। আরেকটি কাজ পেয়ে যায় তারা। এবার তাদের আফগান সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করতে হবে। ৩০০ মিলিয়ন ডলারের কাজ। এবারের কাজটি যে কতটা জটিল আর রহস্যে আবৃত হবে তা তারা কখনও কল্পনা করতে পারেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন