মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হাশেম খান বাংলাদেশ জাতীয় জাদুঘরের সভাপতি নির্বাচিত

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের প্রথিতযশা শিল্পী হাশেম খানকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়েছে। স¤প্রতি প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনে জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়। এতে শিল্পী হাশেম খানকে ট্রাস্টি বোর্ডের সভাপতি হিসাবে মনোনয়ন দেয়া হয়। শিল্পী হাশেম খান ২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি নির্বাচিত হয়েছিলেন। জাদুঘরের ট্রাস্টি বোর্ডের মেয়াদ গত ০৫ মে ২০১৬ তারিখে উত্তীর্ণ হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নবগঠিত ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেনÑ অধ্যাপক আলমগীর মো. সিরাজ উদ্দিন, প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরী, স্থপতি রবিউল হোসাইন, প্রফেসর ড. সুলতানা শফি, প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম, ড. সোনিয়া নিশাত আমিন, ড. মো. মোবারক হোসেন প্রমুখ। এছাড়াও চারুকলা অনুষদের ডিন, প্রতœতত্ব অধিদপ্তরের মহাপরিচালক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং জাদুঘরে নিদর্শন উপহার প্রদানকারীদের প্রতিনিধি হিসাবে এজাজুর রহমান ট্রাস্টি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন। সদস্য-সচিব হিসেবে কাজ করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন