শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক রূপালী প্রান্তর

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এটিএন বাংলায় শিগগিরই প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক ‘রূপালী প্রান্তর’। ড. মাহফুজুর রহমানের গল্প ভাবনা নিয়ে নির্মিত নাটকটি রচনা করেছেন রিজওয়ার খান। পরিচালনা করেছেন কায়সার আহমেদ। এ উপলক্ষে সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে মডেল হান্ট নামে সুন্দরী প্রতিযোগিতা নিয়ে। একটি স্বনামধন্য বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান ‘ড্রিমল্যান্ড’-এর কর্ণধার শহীদুজ্জামান সেলিম। একটি মাল্টি-ন্যাশনাল প্রসাধন কোম্পানির থেকে নতুন মুখের মডেল নিয়ে তিনটি বিজ্ঞাপনচিত্র নির্মাণের অর্ডার পায় সে। ‘মডেল হান্ট’ প্রকল্পের আওতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। একঝাঁক সুন্দরী রূপালী জগতের ঝলমলে তারকা হওয়ার স্বপ্ন নিয়ে ‘মডেলিং’ সম্পর্কে প্রচলিত কুসংস্কার, নেতিবাচক ধ্যান-ধারণা ও পারিবারিক বাধা পেরিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে উৎসাহে অনুপ্রাণিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, শখ, নিলয়, অহনা, আলভি, আখম হাসান, নোভা, ছন্দা, অরিন, চিত্রলেখা গুহ, বাবুল আহমেদ, তমালিকা, ওবিদ রেহান, সোহান খান, ইভানা, রিক্তা, সুস্মিতা, আব্দুর রাতিন, সুবর্ণা মজুমদার, শিরিন বকুল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন