বিনোদন ডেস্ক: ‘আমাদের মনের কথা’র আজকের পর্বে অপহরণ ও চাঁদাবাজির শিকার কাশেমের মুখোমুখি হচ্ছেন শামীম শাহেদ। ব্যবসায়িক শত্রæতার জের ধরে নিকট আত্মীয়ের চক্রান্তে অপহৃত হন কাশেম। বদ্ধঘরে শ্বাসরুদ্ধকর সময় কাটান দীর্ঘ ২৮ ঘণ্টা। বিস্তারিত জানা যাবে আজকের পর্বে। প্রতিনিয়তই আমাদের আশপাশে ঘটে চলেছে নানা ধরনের অপরাধ। সেসব অপরাধী কিংবা যারা ভুক্তভোগী তাদের কথা শুনব আমরা ‘আমাদের মনের কথা’ অনুষ্ঠানে। শামীম শাহেদের উপস্থাপনায় পর্দার আড়ালে বসা অপহরণ ও চাঁদাবাজির শিকার কাশেমের এই সাক্ষাৎকার প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন