শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নিজেদের অজানা কথা বললেন অনন্ত ও বর্ষা

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:২৪ এএম, ২৬ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক : অনেক দিন পর একসাথে পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় তারকা জুটি অনন্ত ও বর্ষা। তারা দুজন অংশ নিয়েছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন কেমিস্ট্রি’তে। এ অনুষ্ঠানে সঞ্চালক রুমানা মালিক মুনমুনের প্রথম শর্তই ছিল, অনন্ত-বর্ষার না জানা কথা, না বলা কথা দর্শকদের জানাতে হবে। সে শর্ত মেনেই, অনন্ত জানিয়েছেন তার প্রকৃত বয়স ৩৯। বর্ষা জানিয়েছেন, তার প্রকৃত নাম খাদিজা। গল্পচ্ছলেই অনন্ত-বর্ষা জানিয়েছেন, চলচ্চিত্রে কাজ করতে গিয়ে নয়, তাদের প্রেম হয়েছিল চলচ্চিত্রে অভিনয়ের বেশ আগে। তারকা জীবনে অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিল ব্যক্তিজীবনে স্বামী হিসেবে এবং বাবা হিসেবেও অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। একমাত্র সন্তান আরিজের জন্য দুধ বানানো, দুধ গরম করা থেকে শুরু করে স্ত্রী বর্ষার পাশে ছায়ার মতো থাকেন অনন্ত। শুধু তাই নয়, পাকা রাঁধুনী বর্ষাকে বেশ ক’বার রান্না করেও খাইয়েছেন। স্ত্রীকে ভালোবেসে কেমিস্ট্রি অনুষ্ঠানে অনন্ত সকণ্ঠে গানও গেয়েছেন। তারা জানিয়েছেন, চলচ্চিত্র নিয়ে এবং তাদের ব্যক্তিজীবনের নতুন কিছু পরিকল্পনা ও স্বপ্নের কথা। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় কেমিস্ট্রি প্রচার হবে ঈদের ৪র্থ দিন, রাত ৯টায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Rofiq ২৬ আগস্ট, ২০১৬, ১২:৫৬ পিএম says : 0
very good
Total Reply(0)
সুলতান ২৬ আগস্ট, ২০১৬, ১২:৫৭ পিএম says : 0
সিনেমা ছাড়াই ওরা ভালো আছে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন