উত্তর : শরীয়তসম্মতভাবে এই নারীর তালাক লাভের পদ্ধতি তিনটি। এক. স্বামীকে বলে রাজী করিয়ে দেনমোহর ছেড়ে দিয়ে কিংবা তার আরেক বিয়ের খরচ দিয়ে অথবা কোনোকিছু ছাড়া খোলাআ তালাকের ব্যবস্থা করা। এখানে স্বামী সম্মত হয়ে তাকে ছেড়ে দিবে। দুই. স্বামীর পক্ষ থেকে নিজেকে নিজে তালাক দিয়ে বিবাহবন্ধন ছিন্ন করার পদ্ধতি হাতে পাওয়া। যাকে তালাকে তাফবীজ বলে। যেটি বিবাহ রেজিষ্ট্রেশনের একটি ধারায় দেওয়া আছে। তিন. স্বামীকে ত্যাগ করার গ্রহণযোগ্য কারণ দেখিয়ে আদালতের দারস্থ হওয়া। এখানে কোনো মিথ্যা কারণ তৈরি কিংবা তাকে হয়রানি করা হারাম ও কবিরা গুনাহ। বাস্তব কারণ থাকলেই কেবল বিচারকের কাছে যাওয়া যায়। প্রচলিত সরকারী আইনে সরাসরি তালাকের ব্যবস্থা আছে, তবে শরীয়ত মানতে চাইলে শরীয়তসম্মত উপায়ই তালাশ করা উচিত।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন