শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হাইকোর্টের বিধি প্রণয়নের পরামর্শ

স্কুল-কলেজ-মাদ্রাসার গভনিং বডি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

পরপর দুবারের বেশি কোনো ব্যক্তি স্কুল, কলেজ ও মাদ্রাসার গবির্ণিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না। এ বিষয়ে বিধিমালা সংযোজন করতে বলেছেন হাইকোর্ট। এ বিষয়ক আদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। রায়ের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ) সচিব এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে রায়ে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের রুল শুনানি শেষে গতবছর ২৫ ফেব্রুয়ারি বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো.হুমায়ুন কবির। 


উল্লেখ্য,গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফুলগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন অভিভাবক সদস্য নূরুল হক। রিটে তিনি একই ব্যক্তি বা ব্যক্তিরা ২০১৪ সাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিকবার সভাপতি বা সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করেন। আদালত রিটের শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ওবাইদুল হক ২০ জানুয়ারি, ২০২১, ৫:৩৪ পিএম says : 0
রায়ের কপিটি পেলে উপকৃত হব।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন