শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

করোনাভ্যাক নামে চীনের দ্বিতীয় কার্যকর ভ্যাকসিন

নিউইয়র্ক টাইমস | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:১৫ এএম | আপডেট : ১০:৩৪ এএম, ৮ জানুয়ারি, ২০২১

চীনা সংস্থার তৈরি একটি করোনা ভ্যাকসিন বেশ কার্যকর। এটি দ্বিতীয় চীনা ভ্যাকসিন যা অনুমোদিত হলে উন্নয়নশীল বিশ্বের বেশিরভাগ অংশে ব্যাপকভাবে বিতরণ করা যাবে। ব্রাজিলের কর্মকর্তারা বৃহস্পতিবার একথা বলেছেন।
সাও পাওলো রাজ্যের একটি নামকরা চিকিৎসা গবেষণা ইনস্টিটিউট বেইজিং-ভিত্তিক সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিনের একটি বিশাল গবেষণা চালিয়েছে। এর কর্মকর্তারা জানিয়েছেন যে, ভ্যাকসিনের কার্যকারিতার হার ছিল ৭৮ শতাংশ।
ভ্যাকসিনটি সব অংশগ্রহণকারীদের ভাইরাসের মারাত্মক এবং হালকা জটিলতা তৈরিতে বাধা দিয়েছে। কর্মকর্তারা এটিকে একটি অত্যন্ত কার্যকর প্রতিরোধকারী সরঞ্জাম হিসাবে অভিহিত করেছেন।
ব্যাপকভাবে ইনোকুলেশন প্রচারের জন্য প্রস্তুত হওয়ায় করোনাভ্যাক নামের এ ভ্যাকসিনটি অনুমোদনের প্রত্যাশায় ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রেরণ করা হয়েছে। সিনোভ্যাক প্রায় ৩০ কোটি ডোজ বিক্রি করেছে, বেশিরভাগ নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে। চীন বলেছে যে, ভ্যাকসিন প্রস্তুতকারীরা সংস্থাগুলোর বিবৃতি এবং মিডিয়া রিপোর্টগুলোর বিশ্লেষণের ভিত্তিতে বলা যায় যে, ২০২০ সালে চীনা কোম্পানিগুলো যতটা ভ্যাকসিন তৈরিতে সক্ষম হয়েছিল, ওসব দেশে বিক্রি করা হয়েছে তার প্রায় অর্ধেক।
চীন প্রাদুর্ভাবের প্রথম দিকের ব্যর্থতার পরে স্বাস্থ্য কূটনীতির ক্ষেত্রে নিজেকে শীর্ষস্থানীয় করার লক্ষ্যে উন্নয়নশীল বিশ্বের কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যে নজরদারি রেখেছে। বৈশ্বিক ভ্যাকসিন ব্যবসায় একটি বড় খেলোয়াড় হয়ে চীন বিজ্ঞানে তার একচ্ছত্র আধিপত্য চায়।
এমনকি নিয়ন্ত্রক সংস্থার সবুজসঙ্কেত না থাকলেও চীন আগামী মাসে মাঝামাঝি ৫ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্য নিয়ে ঘরে বসে আক্রমণাত্মক টিকা দেয়ার প্রচারণা শুরু করেছে। বেইজিং রফতানির জন্য বৈদেশিক বিতরণ পরিকল্পনাও তৈরি করেছে, বিমান সংস্থাগুলোকে রেফ্রিজারেটর এবং শুকনো বরফের স্টক বোঝাই করার নির্দেশ দিয়েছে।
চীন পশ্চিমা প্রতিযোগীদের ফেলে আসা দরিদ্র দেশগুলিতে শূন্যতা পূরণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র মূলত ঘরে বসে তার ভ্যাকসিনগুলি বিতরণের বিশৃঙ্খলার মধ্য দিয়ে কাজ করার দিকে মনোনিবেশ করছে। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য ধনী দেশ আমেরিকান ওষুধ প্রস্তুতকারী ফাইজার এবং মডার্নার সরবরাহকৃত অনেক ডোজ কিনেছে।
কৌশলগত এবং আন্তর্জাতিক স্টাডিজ কেন্দ্রের বিশ্ব স্বাস্থ্য নীতি কেন্দ্রের পরিচালক জে স্টিফেন মরিসন বলেছেন, পশ্চিমা সরকারগুলি যে অনেক দেশকে উচ্চ ও শুকনো রেখে দিয়েছে তার ব্যবধান এবং বহু বিলিয়ন ডোজ সংগ্রহ ও প্রাক ক্রয় সম্পর্কে সচেতন হয়ে চীনারা সামনে বেরিয়ে আসতে আগ্রহী ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন