রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে গতকাল দুপুরে দুই রোগী ধরা দালালকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, নগরীর বহরমপুর থানার আব্দুল কুদ্দুসের ছেলে সাগর ওরফে পিংকু (৩০) ও নগরীর মতিহার থানার চরসাতবাড়িয়া এলাকার আজিজুল হকের ছেলে শাহজাহান (২৭)। তাদের রামেক হাসপাতালের বহির্বিভাগ থেকে লক্ষীপুর বক্সের পুলিশ আটক করে। জানা গেছে, আটক দুই রোগী ধরা দালাল দীর্ঘদিন ধরে রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কম খরচে চিকিৎসা করিয়ে দেয়ার প্রলোভনে বাইরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে প্রতারণা করে।
তারা রোগী ধরার জন্য ওৎ পেতে ছিল। খবর পেয়ে লক্ষীপুর বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব রহমান সঙ্গীয় ফোর্সসহ দুই দালালকে আটক করে তাদের রাজপাড়া থানায় প্রেরণ করে। নগরীর লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব রহমান বলেন, দুই রোগী ধরা দালালকে আটক করা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দালাল আটক অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন