শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মিস্টার বিনের ভূমিকা খুব সুখকর নয় : রোয়ান অ্যাটকিনসন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মিস্টার বিনের ভূমিকায় অভিনয় করে সারা দুনিয়ায় বিপুল ভালবাসা পেয়েছেন ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। তবে অভিনেতা নিজে জানিয়েছেন এই চরিত্রে অভিনয় করা খুব সুখকর তো নয়ই বেশ ক্লান্তিকরও। ৬৫ বছর বয়সী অভিনেতা বর্তমানে তার রূপায়িত চরিত্রটি নিয়ে একটি এনিমেটেড ফিল্মের কাজ করছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন,” এই দায়িত্বের চাপ খুব সুখকর নয়।” অ্যাটকিনসন ১৯৯০ থেকে ১৯৯৫ পর্যন্ত ‘মিস্টার বিন’ টিভি সিরিজের অভিনয় করেছেন; এছাড়া তিনি ‘বিন মুভি’ (১৯৯৭) এবং ‘মিস্টার বিন’স হলিডে’ (২০০৭) নামে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন। “একটি এনিমেটেড টিভি সিরিজের পর আমরা এখন একটি এনিমেটেড ‘মিস্টার বিন’ ফিল্ম নির্মাণের পথে আছি। ভিজুয়ালি থেকে ভোকালি পারফর্ম করা অনেক সহজ,” তিনি এক সাক্ষাতকারে বলেছেন। “তার ভূমিকায় অভিনয় করা আমি খুব উপভোগ করি না। এই দায়িত্বের ভার খুব সুখকর নয়। এই চরিত্রে অভিনয় করা খুব সুখকর তো নয়ই বেশ ক্লান্তিকরও আমি এর শেষ দেখার অপেক্ষা আছি,” তিনি আরও বলেন। “আমি মনে করি ‘ব্ল্যাকঅ্যাডার’ ছাড়া অন্য সব সিরিজের দায়িত্ব আমার ওপর বর্তায়,” তিনি বলেন" ‘জনি ইংলিশ’ তারকা বলেন : “আমাকে ‘মিস্টার বিন’-এর সাফল্য আমাকে বিস্মিত করে না। কোন অসামঞ্জস্যতার বিবেচনা না করে একজন পূর্ণবয়স্ক মানুষের শিশুর মত আচরণ করা আসলেও হাস্যকর। ভার্বাল নয় বরং ভিজুয়াল কমেডি আন্তর্জাতিকভাবেই গ্রহণযোগ্য,” তিনি বলেন। নিজের চিত্রনাট্য ও অভিনয়ে অ্যাটকিনসন অভিনীত ‘ব্ল্যাকঅ্যাডার’ সিরিজ ১৯৮৩ থেকে ১৯৮৯ পর্যন্ত প্রচারিত হয়েছে। তিনি জানান নিশ্চিত করে এই সিরিজটি ফেরত আসবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন