বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার সিরাজদিখান-বেতকা সড়কের ইছাপুরা চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিল করে । বিক্ষোভ মিছিল শেষে ইছাপুরা বিএনপির কার্যলয়ের সামনে সংক্ষিপ্তি সমাবেশ করে ছাত্রদল।
সিরাজদিখান উপজেলা ছাত্রদলের আহ্বায়়ক হিমেল মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী কামরুজ্জামান লিপু। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেহান রহমান মৌসুমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াদ মোল্লা, যুগ্ম আহবায়ক সাফকাত হোসেন রকি, যুগ্ম আহবায়ক কাউয়ুম হোসেন নাজিম, সরকারি বিক্রমপুর কে. বি. কলেজ ছাত্রদলের আহবায়ক জসিম হাওলাদার, যুগ্ম আহবায়ক শাওন শেখ, জৈনসার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল মৃধা, ইছাপুরা ইউনিয়ন ছাত্রদল নেতা জিহাদ খান, মো. মামুন, সিকদার হীরা প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন