ভারতে ইন্টারনেটভিত্তিক অনুষ্ঠান এখন টেলিভিশনের প্রায় সমান্তরাল একটি মাধ্যমে পরিণত হয়েছে। এই মাধ্যমের একটি অনুষ্ঠানে স¤প্রতি যোগ দিয়েছেন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি ‘ইট’স দ্যাট সিম্পল’ নামের একটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন। এটি বিয়ে আর প্রেম নিয়ে এক নারীর ধারণার গল্প। এই নতুন মাধ্যমে অভিষেক হওয়াতে অভিনেত্রীটি সন্তোষ প্রকাশ করেছেন।
বলিউডের ‘তানু ওয়েডস মানু’, ‘রানঝানা’, ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ এবং ‘নিল বাট্টে সান্নাটা’ চলচ্চিত্রগুলো দিয়ে অভিনেত্রীটি ব্যাপক পরিচিতি পেয়েছেন। ছয় পর্বের ওয়েব সিরিজটি পরিচালনা করবেন দানিশ আসলাম। এটি ভুট ডটকম ওয়েবসাইটে প্রচারিত হবে।
“বিনোদনের মাধ্যম এখন দ্রæত বদলে যাচ্ছে। দর্শকরাও নতুন মাধ্যমে সন্তুষ্ট। ডিজিটাল হচ্ছে নতুন এই ‘সার্কাস রিঙ’। এখানেই নতুন আর সৃজনশীল সব কাজ কেন্দ্রীভূত হচ্ছে। আমি এই মাধ্যমেই কাজ করতে আগ্রহী,” স্বরা বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন