বিনোদন ডেস্ক : প্রায় তিন বছর পর অভিনয়ে ফিরেছেন চিত্রনায়িকা চ¤পা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মাহফুজ আহমেদের পরিচালনায় ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পর্দায় হাজির হচ্ছেন। গত ২১ আগস্ট নাটকটির শূটিংয়ের জন্য ইউনিট নেপালে গিয়েছে। যাওয়ার আগে চ¤পা জানান, সিঙ্গাপুরে আমার মেয়ে ও নাতিদের নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় করতে পারিনি। তবে এখন থেকে ভালো কাহিনী ও নির্মাতা পেলে ছোট পর্দায় নিয়মিত হবো। নাটকটির শূটিং শেষে এ সপ্তাহে চ¤পা ঢাকায় ফিরবেন বলে জানান। উল্লেখ্য, চম্পা সর্বশেষ ২০১৩ সালে এশিয়ান টিভিতে প্রচারিত সেকেন্ড ইনিংস ধারাবাহিক নাটকে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা এস এ হক অলিকের আরও ভালোবাসবো তোমায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন