বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে তিন বছর পর কণ্ঠশিল্পী খেয়ার একক অ্যালবাম ‘খেয়া’ প্রকাশ করতে যাচ্ছে লেজার ভিশন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে তিনি গান থেকে দূরে ছিলেন। তার এবারের অ্যালবামটিতে মেলোডী ও ফোক ধারার ৩টি গান রয়েছে। একটি গানে সহশিল্পী হিসেবে ছিলেন কাজী শুভ। জিয়াউদ্দিন আলমের কথায় অ্যালবামটির সুর করেছেন রেজওয়ান শেখ, মেহতাজ ও জে কে মজলিস। অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, জে কে মজলিস ও রেজওয়ান শেখ। অ্যালবামটি প্রসঙ্গে কন্ঠশিল্পী খেয়া বলেন, অ্যালবামের কাজটি যতœসহকারে করেছি, অসুস্থতার কারণে একক অ্যালবামের কাজ থেকে দীর্ঘদিন বিরত ছিলাম, তবে আমি চলচ্চিত্র ও মিক্সড অ্যালবামে নিয়মিত গান করেছি। আমার এই অ্যালবামটি দর্শক শ্রোতারা ভালোভাবে নিবে বলে আমার বিশ্বাস। আশা করি সবকটি গানই সবার ভালো লাগবে। একই সঙ্গে অ্যালবামটির একটি ভিডিও লেজার ভিশন ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন