বিনোদন ডেস্ক : আবু সাইয়ীদের নতুন সিনেমা ড্রেসিং টেবিল-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে ৪০তম মন্ট্রিয়েল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে। উৎসবের ফোকাস অন ওয়ার্ল্ড সিনেমা বিভাগে ২৭ ও ২৯ আগস্ট প্রদর্শিত হবে সিনেমাটি। ড্রেসিং টেবিল আবু সাইয়ীদ নির্মিত সপ্তম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের কাহিনী অবলম্বনে চিত্রনাট্য রচনা ছাড়াও চিত্রগ্রহণ ও স¤পাদনার দায়িত্ব পালন করেন। ড্রেসিং টেবিল-এর গল্পে দেখা যায়, বছরখানেক হল শিলা ও রুহুলের বিয়ে হয়েছে। অভাব-অনটনের কারণে এখনো সংসার গুছিয়ে নিতে পারেনি তারা। একদিন পুরাতন একটি ড্রেসিং টেবিল কিনে আনে রুহুল। তাতেই খুশী শিলা। পরদিন সকালে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে গিয়ে ড্রয়ারের ভেতর একটি পুরাতন ডায়েরি পায় শিলা। অজানা মানুষের ডায়েরিটি এক রাতে পড়ে শেষ করে শিলা। এরপর আয়নায় নিজেকে দেখে নেয়, চিনে নেয় আপন সত্ত¡াকে। শুরু হয় তার জীবনে নতুন এক অধ্যায়। সিনেমাটিতে অভিনয় করছেন তারিন রহমান, এ কে আজাদ, তাসকিন সুমি, আরমান পারভেজ মুরাদ, নাদিয়া, ইফফাত তৃষা, তানিয়া রহমান, আতাউর রহমান, কেএস ফিরোজ, মোহাম্মদ বারী, খলিলুর রহমান কাদেরী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন