সঙ্গীতশিল্পী তানিশা মির্জা সম্প্রতি বেশ কিছু গান গেয়েছেন। এর মধ্যে রয়েছে নতুন বছরের শুরুতে নতুন একটি গান। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট এর অঙ্গ প্রতিষ্ঠান ক্রাউন মিউজিকের ব্যানারে গানটির শিরোনাম ‘কলিজা’। তানিশার কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন রানা আকন্দ। তানিশা মির্জা বলেন, দীর্ঘ দিন ধরেই নতুন গান নিয়ে ভাবছিলাম। কলিজা গানটি আমার অনেক পছন্দের। অনেক যত্ন নিয়ে কথাগুলো সাজিয়েছি। গত বছর থেকেই গানটি নিয়ে পরিকল্পনা চলছে। অবশেষে গানটির রেকর্ডিং হয়েছে। অচিরেই গানের মিউজিক্যাল ফিল্ম নির্মিত হবে। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করছি, দর্শকও পছন্দ করবে। আসন্ন ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে।
মন্তব্য করুন