শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাউফলে হাসপাতালের সিঁড়িতে সন্তান প্রসব !

বাউফল উপজেলা (পটুয়াখালী )সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ৫:২৭ পিএম

বাউফলে হাসপাতালের সিঁড়িতে সন্তান প্রসব করলেন লাকি আক্তার (২০) নামের এক গৃহবধূ। এ ঘটনাটি শহরে ব্যাপক আলোচিত হয়েছে। ওই গৃহবধূর স্বামীর নাম জোবায়েল হোসেন। নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ গ্রামে তার বাড়ি।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮দিকে প্রচন্ড প্রসব ব্যথা নিয়ে লাকি আক্তার নামের এক গৃহবধূকে তার স্বজনরা বাউফল ৫০ শষ্যা হাসপাতালে নিয়ে আসেন। ওই সময় জরুরী বিভাগের চিকিৎসক তাসিফুল ইসলাম তাকে ভর্তি দেন। এরপর ওই গৃহবধূকে তার কয়েক স্বজন একটি ট্রলিতে করে হাসপাতালের র‌্যাম সিঁড়ি দিয়ে নতুন ভবনের দোতালায় লেবার ওয়ার্ডে নেয়ার পথে সিড়িতে বসেই তিনি একটি ছেলে সন্তান প্রসব করেন।

রোগীর স্বজনরা অভিযোগ করেন, ওই সময় তাদের সহযোগিতা করার জন্য হাসপাতালের কোন স্টাফ এগিয়ে আসেননি। বর্তমানে মা ও সন্তান দু জনেই সুস্থ্য আছে।

বাউফল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ আবদুর রউব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রসবকালীন সময়ই ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাই তাকে লেবার ওয়ার্ডে নেয়ার আগেই সিঁড়িতে সন্তান প্রসব করেন। মা ও নবজাতক সুস্থ্য থাকায় তাদেরকে শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতাল থেকে রিলিস করে দেয়া হয়। এ ঘটনাটি শহরে ব্যাপক আলোচিত হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন