শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীতে ট্রাফিক পুলিশ বক্সে সন্তান প্রসব পথচারী নারীর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৯ এএম

রাজধানীর বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সে পথচারী এক নারী সন্তান প্রসব করেছে। মা ও সন্তানকে পরে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে শ্বশুরবাড়ি জামালপুর থেকে বাবার বাড়ি শরিয়তপুরে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা লাকী আক্তার। পথে বিমানবন্দর গোলচত্বরে এসে প্রসব বেদনা উঠলে তিনি ট্রাফিক পুলিশ বক্সে এসে পুলিশের সাহায্য চান। পরে ট্রাফিক উত্তরা জোনের এসি ও পুলিশ বক্সের এসআই একজন মহিলা পথচারীর সহায়তায় এসির কার্যালয়ে সন্তান প্রসব করেন।

পরে ওই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে ওই নারীর স্বামী আহাদ মিয়ার ও তার মামা ঘটনাস্থলে পৌঁছেন। এর পর অ্যাম্বুলেন্সে করে উত্তরা ১ নম্বর সেক্টরের মহিলা মেডিক্যালে পাঠানো হয় তাকে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিমানবন্দর পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, লাকী আক্তারের প্রসব বেদনা উঠলে আমাদের কাছে এসে সাহায্য প্রার্থনা করেন। পরে একটি কক্ষে পথচারী এক নারীর সহায়তায় ডেলিভারির ব্যবস্থা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন