বাগেরহাটের শরণখোলায় ইজিবাইক ও অটোভ্যান চোর চক্রের চার সদস্য আটক হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকা থেকে তাদের ধরে পুলিশে দেয় ক্ষুব্ধ জনতা। এই চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলা বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক, অটোভ্যান, ব্যাটারীসহ বিভিন্ন অপরাধ করে আসছে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হচ্ছে উত্তর কদমতলা গ্রামের জামাল মুন্সির ছেলে হাসান মুন্সি (৩১), মৃত নাছির হাওলাদারের ছেলে বাবু হাওলাদার (১৯), দেলোয়ার হাওলাদারের ছেলে আজিম হোসেন হাওলাদার (২৯) ও কালাম হাওলাদারের ছেলে বাদশা হাওলাদার (১৯)।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানান, ভুক্তভোগী ও স্থানীয় জনতা মিলে কৌশলে চার চোরকে ধরে পুলিশে খবর দেয়। পরে একটি চোরাই অটোভ্যানসহ তাদেরকে আটক করে পুলিশ। এই চক্রের বিরুদ্ধে এলাকায় নানা অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন