শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বড়াইগ্রামে তিন দিন ধরে নিখোঁজ ট্রাকচালক

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম


নাটোরের বড়াইগ্রামে তিন দিন ধরে সুমন আলী (২৮) নামে এক ট্রাক চালক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সুমন চুয়াডাঙ্গা সদর থানার ইসলামপাড়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে। জানা যায়, রোববার বিকালে সুমন চুয়াডাঙ্গা থেকে একটি ধানের খড় বোঝাই ট্রাক নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে রাত আটটার দিকে বনপাড়া বাইপাস মোড় সংলগ্ন কলাহাটা এলাকায় ট্রাক থামিয়ে সুমন চা পান করেন। পরে সুমন হেলপার আব্দুর রহমানকে গাড়িতে থাকতে বলে টয়লেটে যাবার কথা বলে পাশের হোটেলের দিকে যান। দীর্ঘ সময়েও তিনি ফিরে না আসায় আব্দুর রহমান বারবার কল দিলেও সুমনের মোবাইলটি সুইচ অফ থাকায় যোগাযোগ করতে পারেননি। এরপর গত তিনদিন ধরে বনপাড়া এলাকাসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এতে বাবা-মা, স্ত্রী-সন্তান ও স্বজনরা তার সুস্থতাসহ জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনায় সোমবার রাতে নিখোঁজ সুমনের ছোট ভাই ইমন আলী থানায় একটি জিডি করেছেন। এ ঘটনায় বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ব্যাপারে দেশের বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হয়েছে।
এছাড়া প্রযুক্তির সহযোগিতা নিয়ে তাকে উদ্ধারে সব রকম চেষ্টা অব্যাহত আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন