শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন তিন সিনেমায় সাইমন-মাহি জুটি

মারুফ সরকার : | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি জুটি হয়ে জাকির হোসেন রাজু পরিচালিত ব্যবসা সফল সিনেমা পোড়ামন-এ অভিনয় করেছিলেন। এরপর কাজ করেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায়। একই পরিচালকের মুক্তির অপেক্ষায় আছে আনন্দ অশ্রু সিনেমাটি। নতুন খবর হচ্ছে, একসঙ্গে জুটি হয়ে নতুন তিনটি ছবিতে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। শাপলা মিডিয়া প্রযোজিত শাহীন সুমনের গ্যাংস্টার, শামীম আহমেদ রনির লাইভ এবং নরসুন্দরী সিনেমায় তারা জুটি হচ্ছেন। সাইমন সাদিক বলেন, শাপলা মিডিয়া এই মুহূর্তে দেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সব কয়টি সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি। সিনেমার গল্পগুলোতে থাকছে নতুনত্ব। খুব শীঘ্রই সিনেমা তিনটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। আশা করছি, সিনেমাগুলো থেকে দর্শক বিনোদনের ভাল উপকরণ পাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন