শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘মণিকর্ণিকা’ সিকুয়েলে ফিরছেন কঙ্গনা রানৌত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

বলিউড তারকা কঙ্গনা রানৌত ‘মণিকর্ণিকা’ সিরিজের দ্বিতীয় ফিল্মে কেন্দ্রীয় ভূমিকায় ফিরবেন। ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় এই ফিল্মটির নাম ‘মণিকর্ণিকা রিটার্নস : দ্য লেজেন্ড অফ দিদ্দা’। কাশ্মীরের প্রথম মহিলা শাসক দিদ্দার জীবন নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হবে। দিদ্দা প্রত্যক্ষ ও পরোক্ষে দশম থেকে একাদশ শতাব্দীতে পাঁচ দশক কাশ্মীরের রাজকার্য পরিচালনা করেছেন। তিনি কাশ্মীরের ক্লিওপেট্রা নামেও সমধিক পরিচিত। ‘মণিকর্ণিকা রিটার্নস : দ্য লেজেন্ড অফ দিদ্দা’ আন্তর্জাতিক মানে নির্মাণ করা হবে বলে সূত্র জানিয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করবেন যৌথভাবে কঙ্গনা এবং ‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’র প্রযোজক কামাল জৈন। ২০২২ সালের জানুয়ারিতে ফিল্মটির শুটিং শুরু হবে। ‘মণিকর্ণিকা’ সিরিজের প্রথম ফিল্ম ‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’ ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের জীবন নিয়ে নির্মিত হয়েছিল। নাম ভূমিকায় কঙ্গনা ছাড়াও এতে অভিনয় করেছেন-অতুল কুলকার্নি, অঙ্কিতা লোখান্ড, যীশু সেনগুপ্ত, মোহাম্মাদ জিশান আইয়ুব এবং বৈভব তাত্বাওয়াদি। রাধা কৃষ্ণ জগরালামুদি এবং কঙ্গনা যৌথভাবে চলচ্চিত্রটি পরিচালনা করেন। ‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’ ২০১৯-এর ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় ৫০ দেশের ৩৭০০ পর্দায় মুক্তি পেয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন