শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সব ফিল্মই কিয়ারা আডবানির জন্য ‘গেইমচেঞ্জার’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

২০১৪ সালে ‘ফাগলি’ ফিল্মটি দিয়ে বলিউডে কিয়ারা আডবানির অভিষেক হয়েছিল। ফিল্মটি তেমন সাড়া জাগাতে না পারলেও ‘এম এস ধোনি: দি আনটোল্ড স্টোরি’, ‘লাস্ট স্টোরি’, ‘কবির সিং’ এবং গুড নিউজ’ ফিল্মগুলোর অসামান্য সাফল্য কিয়ারার বলিউড অবস্থান পাকা করেছে। অভিনেত্রী এর মধ্যে নির্দিষ্ট কোনও একটি ফিল্মকে তার ক্যারিয়ারে গেইমচেঞ্জার হিসেবে উল্লেখ করতে চান না, তিনি বরং তার সামগ্রিক কাজকে বর্তমান অবস্থানের কারণ বলে মনে করেন। “আমি মনে করি প্রতিটি ফিল্মের ভূমিকা আছে-একেবারে প্রথম ফিল্মটি থেকে, কারণ সেটিই আমার প্রথম পদক্ষেপ ছিল। অনেকে বলে ‘লাস্ট স্টোরি’ আর ‘কবির সিং’য়ের ভূমিকা সবচেয়ে বেশি, কিন্তু আমি মনে করি প্রতিটি ফিল্মই মাইলফলকের মত। আমি চাই ভবিষ্যতের ফিল্মগুলোরও ভূমিকা আছে, আমি শুধু একটি ফিল্মের কথা ভাবতে পারিনা। আমি মনে করি পুরো যাত্রাটিই বিশেষ,” কিয়ারা বলেন। সোশাল মিডিয়া পোস্টে কিয়ারা লিখেছেন : “২০২১-এর জন্য পুরো তৈরি আমি।” গত ডিসেম্বরে কিয়ারার ‘ইন্দু কি জওয়ানি’ মুক্তি পেয়েছে। মুক্তির প্রতীক্ষায় আছে- সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘শেরশাহ’, কার্তিক আরিয়ানের বিপরীতে ‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘জাগ জাগ জিয়ো’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন