উত্তর : এই অবস্থায় মূলত যে মসজিদে উনি দিয়েছেন, সেই মসজিদের জন্যই এই জমি নির্ধারিত হয়ে গেছে। এ মসজিদ পরিচালকদের যদি কোনো সমস্যা থাকে, আমলগত বা সামান্য সুন্নাতের খেলাফ কিছু থেকে থাকে, তাহলে এ মসজিদের ব্যাপারে নতুন কোনো চিন্তা করা যাবে না। আর যদি আকীদাগত সমস্যা থাকে, যা এতই কঠিন যে তারা মুসলমানের বৃত্তেই পড়েন না, তখন উল্লেখিত জমি তার ওয়ারিশানরা অন্য মসজিদে দিতে পারবেন। তবে লক্ষ্য রাখতে হবে, এটা যেন ব্যক্তিগত দ্ব›দ্ব বা রেষারেষি থেকে না হয়। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যে মসজিদ কমিটি ও ইমাম মুয়াজ্জিনের কথা বলা হচ্ছে, তারাও তো এক সময় বদল হতে পারে, বরং সেটারই চেষ্টা করা উচিত, ওয়াকফটা ফিরিয়ে না নেওয়াই ভালো।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন