ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তীর দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে এ উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ সময় নদীর তীর দখল করে গড়ে উঠা অন্তত ৩০টিরও অধিক পাকা ভবনসহ ছোট বড় সব মিলিয়ে ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএ এর নিবার্হী ম্যাজিস্টেট মাহবুব জামিলের উপস্থিতে বিপুল পরিমান পুলিশ ও বিআইডব্লিউটিএ এর নিরাপত্তা বাহীনির এ অভিযান পরিচালনা করেন। আশুগঞ্জে এই প্রথম অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করায় স্বাগত জানিয়েছে এলাকাবাসী। সোমবারও এ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা।
বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক ও আশুগঞ্জ নদী বন্দরের কর্মকতা শহিদ উল্লাহ জানান, এসব অবৈধ স্থাপনা থেকে প্রতিদিন বিপুল পরিমান বর্জ্য নদীতে ফেলে নদী দূষিত ও নাব্যতা নষ্ট করছে। তাই নদীর তীরে উচ্ছেদ অভিযানের মাধ্যমে নদীর পরিবেশ ঠিক রাখার চেষ্টা চলছে। এ সব স্থাপনা উচ্ছেদ করে নদীর তীরে পায়ে হাটার রাস্তা করার পরিকল্পনা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন