শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ট্র্যাভিস নাইট পরিচালিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফিল্ম ‘কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস’। এটি নাইটের পরিচালনায় প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি এর আগে এনিমেশনসহ অন্যান্য শাখায় কাজ করেছেন। ‘কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস’ ফিল্মটি থ্রিডি এনিমেশন এবং স্টপ-মোশন পদ্ধতির মিশ্রণে নির্মিত।
প্রাচীন জাপানের এক মায়াবী সময়ের গল্প। দয়ালু কিশোর কুবো (ভয়েস : আর্ট পারকিনসন) সাগরের কাছে এক প্রশান্ত গ্রামে নিরুপদ্রব জীবন কাটাচ্ছিল। হঠাৎ করেই সে কিছু দেবতা আর দানবের কোপে পড়ে যায়। অতিপ্রাচীন এক প্রতিশোধের জালে সে পড়ে। তার নিজের জাদুকরী ক্ষমতা থাকলেও এই কোপ থেকে বাঁচতে হলে তাকে একটি বিশেষ শক্তিশালী বর্মের পোশাক খুঁজে পেতে হবে। এর রয়েছে জাদুকরী শক্তি। এই বর্ম পোশাকটি একসময় তার বাবা হানজো পরত। তার বাবা ছিল মহান এক সামুরাই যোদ্ধা। তার বাবা অবশ্য এখন তার পাশে দাঁড়াবার জন্য বেঁচে নেই। তবে তাকে এই অভিযানে সাহায্য করার জন্য আছে মাঙ্কি (ভয়েস : চার্লিজ থেরন) আর আছে তার বাবার শিষ্য বিটল (ভয়েস : ম্যাথিউ ম্যাকনহে)। মাঙ্কি আর বিটলের রয়েছে ভিন্ন পরিচয়। মাঙ্কি আসলে কুবোর মায়ের আরেক জন্মের পরিচয়। আর পাশাপাশি বিটল আসলে তার বাবা। এক অশুভ শক্তির শাপে সে গুবরে পোকার মতো এক মিশ্র প্রাণীতে পরিণত হয়েছে। তার অতীত স্মৃতি মুছে গেছে। সে জানে আসলে সে হানজোর শিষ্য। এই দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে কুবো তার পরিবারের রহস্যময় অতীতের মুখোমুখি হয়। তার পক্ষের মানুষদের রক্ষা করার জন্য তাকে এক শক্তিশালী অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন