বিনোদন ডেস্ক : সম্প্রতি গীতিকার ইশতিয়াক আহমেদের কথায় কণ্ঠশিল্পী জুবায়ের টিপুর একক অডিও অ্যালবাম ‘কী বলে হৃদয়’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীকে অভিনন্দন জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, বাংলাদেশ বেতারের পরিচালক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী কামাল আহমেদ ও সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, সঙ্গীতশিল্পী বেলাল খান, সাংবাদিক ও সঙ্গীত পরিচালক তানভীর তারেক এবং লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান, শিল্পী জুবায়ের টিপুসহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সঙ্গীতাঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানের শুরুতে শিল্পী জুবায়ের টিপুর ‘কী বলে হৃদয়’ গানটির মিউজিক ভিডিও প্রদর্শিত হয়। উল্লেখ্য, অ্যালবামটি কণ্ঠশিল্পী জুবায়ের টিপুর প্রথম একক অ্যালবাম। ইশতিয়াক আহমেদের কথায় অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান, রাজন শাহা ও লুৎফর হাসান। অ্যালবামটিতে মেলোডি ও রোমান্টিক ধাঁচের ৩টি গান রয়েছে। অ্যালবামের গানগুলো হলোÑ কী বলে হৃদয়, খারাপ হাতের লেখা ও অচেনা চড়ুই। অ্যালবামটির কী বলে হৃদয় শিরোনামের গানটি ইতোমধ্যে লেজার ভিশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। অ্যালবামটির গানগুলো দর্শক শ্রোতাদের ভালো লাগবে বলে কণ্ঠশিল্পী জুবায়ের টিপুর বিশ্বাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন