শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন দুই গানে মডেল হলেন বৃষ্টি ইসলাম

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অল্প সময়েই বৃষ্টি ইসলাম ২৩টিরও বেশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বোম্বে সুইটস’, ‘তীর চিনি’, ‘ইগলু আইসক্রীম’, ‘রহিম আফরোজ’, ‘আপন জুয়েলার্স’, ‘সেন্টার ফ্রেশ’সহ স্যামসাং, প্রাণ আরএফএল’র বিভিন্ন পণ্য। এসব বিজ্ঞাপনে বৃষ্টি কাজ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, আশফাক উজ্জামান বিপুল, টিটো রহমান, ধ্রæব হাসান’সহ আরো বেশ কয়েকজন নির্মাতার নির্দেশনায়। বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন বৃষ্টি। তবে তাকে বেশি আলোচনায় এনেছে ইমরানের গাওয়া ‘বন্ধুরে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হওয়ার জন্য। এটি নির্মাণ করেছেন বন্দন রায় চৌধুরী। এদিকে বৃষ্টি জানান, নতুন দুটি মিউজিক ভিডিও সম্পন্ন করেছেন তিনি। এ দুটি মিউজিক ভিডিওতে তাকে নতুনরূপে দেখতে পাবেন দর্শক। অদিত রহমানের গাওয়া ‘আকাশপানে’ এবং শুভমিতার গাওয়া তুমিময়’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। বিশেষ করে শুভমিতার গানে মডেল হতে পেরে উচ্ছ¡সিত বৃষ্টি। দুটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। দুটি গানেরই সুর সঙ্গীত করেছেন অদিত রহমান। নতুন দুটি মিউজিক ভিডিও নিয়ে বৃষ্টি ইসলাম বলেন, ‘দুটি মিউজিক ভিডিও নিয়ে আমি খুব আশাবাদী। কক্সবাজারে গত সপ্তাহে শুটিং শেষ করেছি। খুব ভালো কাজ হয়েছে। নতুনরূপে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করি দর্শক শ্রোতাদের ভালোলাগবে।’ বৃষ্টি ইসলাম স্বপ্ন দেখেন একজন ভালো অভিনেত্রী হওয়ার। তিনি মনে করেন সত্যিকারের অভিনেত্রী হওয়াই কঠিন। তবে এরইমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করারও প্রস্তাব পেয়েছেন তিনি। তবে এখনই চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী নন বৃষ্টি। নিজেকে অভিনয়ে আরো পারদর্শী করে তুলে তারপর চলচ্চিত্রে কাজ করবেন। তবে বাণিজ্যিক চলচ্চিত্রে নয় আর্ট ফিল্ম ঘরানার চলচ্চিত্রে কাজ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন