আগামী ৫ ফেব্রুয়ারী শুক্রবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট সংলগ্ন আউলিয়ানগর আতহারুল উলুম মোহাম্মাদিয়া মাদরাসার মাঠে তিনদিন ব্যাপী তালিমী ইজতেমার দ্বিতীয় দিনে বাদে এশা বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।চরকাদিরা ইউনিয়ন পরিষদ (ইউপি)চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগরের আহবানে প্রতি বছরের ন্যায় এবার আগামী ৪,৫ ও ৬ ই ফেব্রুয়ারী তারিখে অনুষ্ঠিত এই ইজতেমার দ্বিতীয় দিন এশার নামাজের পরপরই তিনি বক্তব্য রাখবেন।ঐ দিন নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বয়ান ছাড়াও আসন্ন ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ,কমলনগর শাখার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।বিকেল তিনটায়
ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জেলা শহরের সোনার বাংলা পার্টি সেন্টারে জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
একইদিন মাগরিব নামাজ পরবর্তী সময় পাশ্ববর্তী রামগতি উপজেলার সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার দাওরায়ে হাদিসের সর্বোচ্চ কিতাব বোখারী শরীফের দরস প্রদান করবেন।
এনপর ফজুমিয়ারহাট বাজার সংলগ্ন আউলিয়ানগরে আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগরের বাড়ীর দরজায় অনুষ্ঠিত ইজতেমায় প্রধান অতিথির বয়ান শেষে ঐ রাতেই তিনি বরিশালের চরমোনাইর উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে নিশ্চিত করেন ইসলামী যুব আন্দোলন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মাদ শরীফুল ইসলাম।
দেশের সর্ববৃহৎ ইসলামী দলের এই নায়েবে আমীরের আগমনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ,ইসলামী যুব আন্দোলন,ইসলামী শ্রমিক আন্দোলন,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম,ওলামা মাশায়েখ পরিষদ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী,সর্বস্তরের ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। শায়েখে চরমোনাইর আগমনকে সফল করার জন্য কমলনগরবাসীর প্রতি আহবান জানান দলটির নেতা মুফতী শরীফুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন