বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার মরক্কোয় অফিস খুলল ইহুদিবাদী ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ৬:২১ পিএম

মরক্কোয় ২০ বছর পর গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) লিয়াজোঁ অফিস খুলেছে ইহুদিবাদী দেশ ইসরাইল। এর আগে ১৯৯৪ সালে মরক্কোতে একটি অফিস খুললেও ছয় বছর পর ফিলিস্তিনে ইন্তিফাদা আন্দোলন শুরু হলে তা বন্ধ করে দেওয়া হয়। রাজধানী রাবাতে ওই লিয়াজোঁ অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মিসরে নিযুক্ত সাবেক ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড গভরিন। খবর জেরুজালেম পোস্টের।

এ সময় ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে মরক্কোতে দুই দশক পর আবারও অফিস চালু করল তেলআবিব। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার ও মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ।

গত বছরের ডিসেম্বরে চতুর্থ আরব দেশ হিসেবে এবার ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে পশ্চিম আফ্রিকার দেশ মরক্কো। এর আগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সূত্র : জেরুজালেম পোস্ট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন