শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ৫:১৭ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো. সাব্বিরের (২০) কাছ থেকে চোরাই ওয়ালটন ৮০-সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থানা এলাকায় গত ২৭ জানুয়ারি একটি মোটরসাইকেল চুরি হয়। এ বিষয়ে ওই দিন মোটরসাইকেলের মালিক নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।

এরপর অভিযান চালিয়ে বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার দিকে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ সাব্বিরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি সাব্বিরকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন