স¤প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মেকানিক : রেজারেকশন’ চলচ্চিত্রটিতে অভিনয়ে সায় দেয়ার পেছনে জেসিকা আলবার একাধিক কারণ আছে। এর একটি অবশ্যই পেশাগত। তবে অভিনেতা জেসন স্টেথাম কিন্তু তা চেয়েও বড় কারণ। অভিনেত্রীটি জানিয়েছেন তিনি ও তার স্বামী ক্যাশ ওয়ারেন স্টেথামের (৪৯) এক দারুণ ভক্ত আর সে জন্যই তিনি ফিল্মটিতে কাজ করার জন্য রাজি হয়েছিলেন।
অ্যালবা (৩৫) জানিয়েছেন অ্যাকশন ফিল্ম দেখার কথা উঠলে স্টেথাম হলেন শ্রেষ্ঠ।
“আমি আর আমার স্বামী দুজনেই স্টেথামের ভক্ত। আমি অ্যাকশন ফিল্ম ভালোবাসিÑ যদি স্টেথাম শ্রেষ্ঠ নাও হন তিনি শ্রেষ্ঠদের অন্যতম। স্টেথাম তার শরীর দিয়ে যা করতে পারেন তা পাগলামির কাছাকাছি। আমি যে কজন স্টান্ট ব্যক্তিত্বের সঙ্গে কাজ করেছি তিনি তাদের চেয়েও দক্ষ,” অ্যালবা একটি সাময়িকীকে সাক্ষাৎকারে বলেছেন।
“আমার মনে হয়েছিল তার সঙ্গে কাজ করা উপভোগ্য হবে আর তা হবে আমার দৈনন্দিন দিনগুলোর চেয়ে অন্যরকম,” তিনি আরো বলেন।
ডেনিস গ্যানসেল পরিচালিত ‘মেকানিক : রেজারেকশন’ চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন টমি রি জোন্স এবং মিশেল ইয়ো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন