মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কোথায় হারিয়ে গেলেন পপি

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পপি এখন কোথায়? তাকে এখন খুঁজেও পাওয়া যায় না। তিনি এখন সিনেমায় নেই বললেই চলে। এই নেই-এর মধ্যেই তার অভিনীত একটি সিনেমা মুক্তি পাচ্ছে ২ সেপ্টেম্বর। নারগিস আক্তার পরিচালিত সিনেমাটির নাম পৌষ মাসের পিরীতি। এ উপরক্ষে পরিচালক সম্প্রতি সিনেমাটির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। কিন্তু পপিকে এ সংবাদ সম্মেলনে দেখা যায়নি। এ নিয়ে নির্মাতা নারগিস আক্তারও বেশ বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পৌষ মাসের পিরীতি সিনেমায় পপি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সংবাদ সম্মেলনে সে কেন এলো না, বুঝতে পারছি না। আমি কয়েক দফা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তার ব্যবহৃত তিনিটি মোবাইল নাম্বার আছে আমার কাছে। সব কটি নাম্বারই বন্ধ পেয়েছি। অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমার সহকারীকেও পরপর তিন দিন তার বাসায় পাঠিয়েছি। একদিনও তাকে বাসায় পাওয়া যায়নি। বরং তার বাসায় তালা ঝুলতে দেখেছে আমার সহকারী। তিনি বলেন, পপির সিনেমা মুক্তি পাচ্ছে, অথচ সে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি। এর জন্য আমি বিব্রত হই। একাধিকবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন অভিনেত্রী হয়ে এমন দায়িত্বহীন কাজ করা উচিত হয়নি। এটা কোনো পেশাদার সিনিয়র শিল্পীর আচারণ হতে পারে না। তিনি বলেন, পপির নামে অনেক অভিযোগ আমার কানে এসেছে। তার একজন ঘনিষ্ঠজন আমাকে এও বলেছে যে পপি নাকি চলচ্চিত্রে কাজ করা ছেড়ে দিয়েছে। কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। তার এমন আচারণে এখন তো মনেই হচ্ছে সে চলচ্চিত্র ছেড়ে দিয়েছে! উল্লেখ্য, পপি দীর্ঘদিন ধরেই বড়পর্দায় অনুপস্থিত। তার অভিনীত সর্বশেষ সিনেমা প্রয়াত নির্মাতা আবদুল্লাহ আল মামুনের দুই বেয়াইয়ের কীর্তি মুক্তি পায় গত বছর ২৯ মে। এরপর গত ফেব্রæয়ারিতে জসিম উদ্দিনের নির্মাণাধীন আমেরিকান ড্রিমস সিনেমায় চুক্তিবদ্ধ হলেও শুটিংয়ের আগে পপি নিরুদ্দেশ হয়ে যান। এতে চরম বিপাকে নির্মাতা। এরপর বড়পর্দায় আর নতুন কোনো খবরে নেই পপি। তবে মাঝে মাঝে দুই একটি বিজ্ঞাপন এবং বিশেষ দিবসের নাটকে দেখা যায় তাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সোহাগ খান। ২১ ডিসেম্বর, ২০১৭, ৫:০৫ পিএম says : 0
পপি আপু আমাদের খুলনার গৌরব তাই,তার জীবনের উন্নতি আমার কাম্য।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন