স্টাফ রিপোর্টার : ২৮ আগস্ট রবিবার সন্ধ্যা ৬টায় বিশিষ্ট সাহিত্যিক ও সংস্কৃতি অঙ্গনের প্রিয়জন রণজিৎ বিশ্বাস স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা সভা ও ওস্তাদ আজিজুল ইসলামের একক বংশীবাদন সন্ধ্যার আয়োজন করে সংগীত বিষয়ক একমাত্র নিয়মিত পত্রিকা ‘সরগম’। ‘সরগম’ সম্পাদক কাজী রওনাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. লিয়াকত আলী উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস। আরও স্মৃতিচারণ করেন প্রয়াত রণজিৎ বিশ্বাসের সহধর্মিনী কবি শেলী সেনগুপ্তা এবং বিশিষ্ট চিত্রশিল্পী ও চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সবিহ্-উল-আলম। বক্তারা সবাই রণজিৎ বিশ্বাসের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এবং তাঁর মত স্বজন ও নির্ভীক ব্যক্তিত্ব খুঁজে পাওয়া আজ কঠিন কিন্তু তাঁর যথাযথ মূল্যায়ন হয়নি বলেই সবার ধারণা। আলোচনা পর্বের পর শুরু হয় উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বংশীবাদন। প্রথমেই তিনি শুরু করেন রাগ শিবরঞ্জনী। আলাপ, জোর ও ঝালা বাজান। এরপর ঝাপতাল ও তিনতালে নিবদ্ধ দুটা গৎ দিয়ে শেষ করেন প্রায় ৪০ মিনিটের বাদন। এরপর পরিবেশন করেন মিষ্টি রাগ- রাগ সুহেনী। একতাল মধ্যালয় ও দ্রæত তিনতাল বাজিয়ে তিনি শেষ করেন সুহেনি। সবশেষে তিনি কিছুক্ষণ মিশ্র ধুন বাজিয়ে অনুষ্ঠানের ইতি টানেন। শিল্পীকে তবলা সহযোগিতা করেন মেহের ও তানপুরায় জাহাঙ্গীর। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন শিমুল পারভীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন