রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এফডিসিতে মোল্লার মুড়ি উৎসব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে মোল্লার মুড়ি উৎসব। এফডিসিতে দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী ধরে আব্দুল মান্নান মোল্লা মুড়ি বিক্রি করে আসছেন। তার মুড়ি খাননি এমন কোনো নায়ক-নায়িকা ও কলাকুশলী নেই। চলচ্চিত্রের দুর্দশায় সিনেমা নির্মাণের সংখ্যা কমে যাওয়া এবং এফডিসির ব্যস্ততা না থাকায় মোল্লার মুড়ি ব্যবসা চলছে না। জীবিকাও চালাতে পারছে না। ফলে সিদ্ধান্ত নিয়েছেন, এই ব্যবসা ছেড়ে দেশে চলে যাবেন। তার এই বিদায়কে কেন্দ্র করে তাকে সহায়তা করার জন্য এগিয়ে আসেন কয়েকজন তরুণ সাংবাদিক। তারা মোল্লার বিদায় উপলক্ষে আয়োজন করে মুড়ি উৎসব। তিন দিন ব্যাপী এই উৎসবের লক্ষ্য ছিল মোল্লার মুড়ি কিনে তাকে সহায়তা করা। উৎসবের আয়োজনের সাথে যুক্ত রয়েছেন সাংবাদিক মাজহার বাবু, আহম্মেদ তেপান্তর, রাহাত সাইফুল, এ এইচ মুরাদ, আসিফ আলম, রঞ্জু সরকার ও রুহুল আমিন ভূঁইয়া। প্রথম দিনেই মুড়ি উৎসবে দারুণ সাড়া পড়েছে। মোল্লার পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। এগিয়ে এসেছেন চিত্রনায়ক আলমগীর, জায়েদ খান, প্রযোজক আলিমুল্লাহ খোকন, ফরমান আলী, প্রযোজক জাহাঙ্গীর, চলচ্চিত্র নির্মাতা শাহ আলম কিরন, শাহীন সুমন, সাইমন তারিকসহ অন্যান্যরা। আবদুল মান্নান মোল্লা ১৯৭২ সাল থেকে এফডিসিতে মুড়ি বিক্রি করে আসছেন। রাজ্জাক, শাবানা, আলমগীর, মান্না, সালমান শাহ থেকে শুরু করে এ সময়ের সব তারকা ও এফডিসির কলাকুশলীরা তার ঝালমুড়ি খেয়েছেন। এবার মোল্লা ফিরতে চাইছেন গ্রামে। বাকি জীবনটা সেখানেই কাটাতে চান। ইতোমধ্যে তার এক হাত অকেজো হয়েছে। কমেছে মুড়ি বিক্রিও। চলছে না জীবন ও সংসার।তার এমন দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন একদল বিনোদন সাংবাদিক। আয়োজন করেছে মোল্লাকে বাড়ি ফেরানোর উৎসব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন