শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, জয়া আহসান, ফেরদৌস, পূর্ণিমা, রিয়াজ প্রমুখ। তথ্যমন্ত্রণালয় সূত্রে জানা যায় এবারের উৎসব শুরু হবে ৫ ফেব্রুয়ারি। শেষ হবে ৯ ফেব্রুয়ারি। চলচ্চিত্র উৎসবের পাশাপাশি এবার থাকছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রপ্রদর্শনীর আয়োজন। উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৩২টি সিনেমা। এর ৭টি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। সিনেমাগুলো হলো- জালালের গল্প, কৃষ্ণপক্ষ, অজ্ঞাতনামা, আঁখি ও তার বন্ধুরা, ফাগুন হাওয়ায়, ইতি তোমারই ঢাকা ও রাজাধিরাজ রাজ্জাক। বাকি ২৫টি ছবির মধ্যে রয়েছে ছুঁয়ে দিলে মন, আন্ডার কনস্ট্রাকশন, পদ্ম পাতার জল, বাপজানের বায়স্কোপ, মুসাফির, আয়নাবাজি, সত্তা, ভুবনমাঝি, সেরা নায়ক, পোড়ামন ২, দেবী, আবার বসন্ত, ইন্দুবালা, শাহেনশাহ, অন্তরজ্বালা, মায়া দ্য লস্ট মাদার, কাঠবিড়ালী, একাত্তরের গণহহত্যা ও বধ্যভূমি, জন্মসাথী, গণআদালত, হীরালাল সেন, কাঙ্গাল হরিনাথ, ইসমাইলের মা, শাটল ট্রেন ও ন ডরাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন