আরহান খান বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন এছাড়া ফ্যাশন শোগুলোতেও তিনি নিয়মিত একজন। অচিরেই টিভির একটি ফিকশন শোয়ের মাধ্যমে চোট পর্দায় তার অভিসেক হবে। আসন্ন এই সিরিয়ালটির নাম ‘বাধো বহু’।
এই সিরিয়ালে কেন্দ্রীয় পুরুষ ভ‚মিকায় অভিনয় করবেন প্রিন্স নারুলা। আরহান নারুলা রূপায়িত চরিত্রের ছোট ভাই রানা সিং আহলাওয়াতের ভ‚মিকায় অভিনয় করবেন। “কুস্তি নিয়ে বলে ‘বাধু বহু’ সিরিয়ালটির আইডিয়া আমার মনে ধরেছে। আমি এতে খুব শক্তিশালী একটি খল ভ‚মিকায় অভিনয় করব। এটি টিভিতে আমার অভিষেক, আশা করি দর্শকদের আমার কাজ ভালো লাগবে। আশা করি অভিনয়ে আমি পরিচিতি পাব,” আরহান বলেন।
অ্যান্ডটিভির সিরিয়ালটিতে রায়তাশা রাঠোর বাধোর ভ‚মিকায় অভিনয় করবেন। বাধো স্থূলকায় এক তরুণী। শরীরের দিক থেকেই নয় মনের দিক থেকেই সে বড়। তার আছে শিশুসুলভ নিষ্কলুষতা আর নিজের মত প্রকাশে সে সোচ্চার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন