শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শিঘ্রই প্রকাশিত হবে শেখ মহসীনের নতুন অ্যালবাম

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এ বছরের প্রথমদিকে জি-সিরিজের অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে মুক্তি পায় শেখ মহসীনের ৩য় একক অ্যালবাম ‘ময়না’। নিজের গানের মডেল হয়ে পাইলট চরিত্রে অভিনয় করেন লাক্স সুন্দরী নীলার সাথে। গানটি এখন দর্শক-শ্রোতার মুখে মুখে। এর মধ্যে গত রোজার ঈদ জি সিরিজের ব্যানারে ‘হিট অ্যালবাম-৫’এ অনুরূপ আইচ-এর কথায় সচী শামসের সুর ও সংগীতে ‘শর্ত’ শিরোনামে একটি গান করেন। এই কোরবানি ঈদ উপলক্ষে তুষার হাসানের কথায় ও শাইখ শান-এর সুর এবং সংগীতে ‘ঘুম জড়ানো’ শিরোনামে একটি গান করেছেন। গানটি জি সিরিজের ব্যানারে একটি মিক্সড অ্যালবাম এ মুক্তি পাবে। এছাড়া খুব শিঘ্রই মহসীন তার নতুন একক অ্যালবামের কাজ শুরু করবেন বলে জানান। এখন প্রাথমিক প্রস্তুতি চলছে। নতুন অ্যালবামে অনেক চমক থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য, শেখ মহসীনের আগের দুটি অ্যালবাম হচ্ছে পাহাড় সমান দুঃখ আমার এবং একলা ভালোবাসি। প্রথমটি ২০০২ সালে এবং পরেরটি ২০০৯ সালে বাজারে আসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন