রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নির্যাতনের অভিযোগে ট্যালেন্ট এজেন্সি থেকে বাদ পড়লেন ম্যারিলিন ম্যানসন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মার্কিন অভিনেত্রী এভান রেচেল উডস অভিযোগ করেছিলেন রক গায়ক ম্যারিলিন ম্যানসনের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কালে তিনি ‘ভয়ানকভাবে নির্যাতিত হয়েছেন তার হাতে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে হলিউডের ট্যালেন্ট এজেন্সি সিএএ তাকে তাদের মক্কেলের তালিকা থেকে বাদ দিয়েছে। সিএএ সংবাদ সংস্থাকে জানিয়েছে তার এখন থেকে আর ম্যানসনের প্রতিনিধিত্ব করবে না। দীর্ঘ সময় ধরে সিএএ ম্যানসনের প্রতিনিধিত্ব করে আসছিল। এর আগে ম্যানসনের রেকর্ডিং লেবেল লোমা ভিস্তাও গত সপ্তাহে তাকে বাদ দিয়েছে; ম্যানসনের শেষ তিনটি অ্যালবাম এই লেবেলই বের করেছে। স¤প্রতি এএমসি নেটওয়ার্ক জানিয়েছে তারাও শাডারের অ্যন্থলজি সিরিজের ‘ক্রিপশো’ নামে একটি পর্ব প্রচার স্থগিত করেছে যাতে ম্যানসন অংশ নিয়েছিলেন। এছাড়া স্টার্জের ‘অ্যামেরিকার গডস’-এর তৃতীয় সিজনের একটি পর্ব নতুন করে সম্পাদনা করে ম্যানসনের অংশ ছেঁটে ফেলেছে। ম্যানসন তৃতীয় বারের মত এই সিরিজে অংশ নিয়েছিলেন। উডস এবং আরও চারজন নারী ৫২ বছর বয়সী রক গায়কের বিরুদ্ধে যৌন, শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ প্রকাশ করার পর এসব বহিষ্কারের ঘোষণা দেয়া হয়েছে। ২০০৭ সালে উডসের বয়স যখন ১৯ তিনি ৩৮ বছর বয়সী ম্যানসনের সঙ্গে রোমান্স শুরু করেন। ২০১০ সালে তাদের বাগদান হলেও তা পরে ভেঙ্গে যায়। গত সপ্তাহে উডস বলেন, “আমাকে নির্যাতনকারীর নাম ব্রায়ান ওয়ার্নার সবাই যাকে ম্যারিলিন ম্যানসন নামে জানে। অনেক বছর ধরে সে আমাকে ভয়ানক নির্যাতন করেছে।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন